২০১৯ সালের আগে নির্বাচন হবে না: নাসিম
নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
আগামী ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে আবারও দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ১৪ দলের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশে ৪৮ জন মানুষ মারা গেছে। শত শত মানুষ পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে। শেখ হাসিনা মায়ের মমতা আর বোনের স্নেহ নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এত মানুষের মৃত্যুর পরও খালেদা জিয়ার পাষাণ হৃদয়ে এতটুকু নাড়া পারেনি।’
খালেদা জিয়ার ডাকে ডাকে দেশের কোথাও হরতাল-অবরোধ হয়নি দাবি করে তিনি বলেন, ‘শুধু মানুষকে আতঙ্কিত করার জন্য মানুষের ওপর পেট্রোল বোমা মারা হয়েছে। তার কোনো কর্মীও মাঠে নামে নাই।
আমরা রাজপথে আন্দোলন করেছি। নিজেরা পুলিশের মার খেয়েছি। কিন্তু কোনো মানুষকে মারি নাই। কোনো কর্মীকে নির্দেশ দেই নাই পুলিশকে ইট মারতে, বোমা মারতে। আমাদের নেতাকর্মীরাও আমাদের সাথে রাজপথে পুলিশের মার খেয়েছে। কেউ রাজপথ ছেড়ে যায় নাই।’
নাসিম বলেন, ‘বোমা মেরে লাভ হবে না। শেখ হাসিনার পক্ষ থেকে, কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে বলে গেলাম- ২০১৯ সালের আগে নির্বাচন হবে না।’
সমাবেশে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি হচ্ছে। এতে খালেদা জিয়ার গায়ে জ্বালা ধরেছে। তিনি অস্থির হয়ে গেছেন। মানুষকে পুড়িয়ে মারছেন। কিন্তু এর প্রত্যেকটি হত্যার জন্য হুকুমের আসামি হিসেবে তার বিরুদ্ধে মামলা হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া এখন আগুন জিয়া, বোমা জিয়া, ককটেল জিয়া। মানুষ পোড়ানো বন্ধ না করলে তার ভয়াবহ পরিণতি হবে। বাংলার জনগণ তাকে দেশ থেকে বিতাড়িত করবে।’
ত্রাণমন্ত্রী ও মহানগর ১৪ দলের সমন্বয়কারী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘খালেদা জিয়ার প্রতিদিন ৩/৪টা লাশ না হলে শান্তিতে ঘুম হয় না। তিনি এখন দেশের জন্য বিষফোঁড়া হয়ে গেছেন। তাকে ধ্বংস করতে হবে, বিতাড়িত করতে হবে, না হলে দেশ সুরক্ষিত হবে না। খালেদা জিয়া আজ একজন মানুষ খেকো নারীতে পরিণত হয়েছেন। বিদেশ থেকে এতিমদের জন্য পাঠানো টাকা মা-ছেলে মিলে খেয়ে ফেলেছেন।’
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক স্থানীয় এমপি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দেশের মানুষের মর্মান্তিক মৃত্যুগুলো খালেদা জিয়ার পাষাণ হৃদয় স্পর্শ করে না। সন্তানহারা অভির মায়ের আর্তনাদ তাকে স্পর্শ করে না। তাই শান্তি সমাবেশের একটাই কথা-হটাও খালেদা, বাঁচাও দেশ।’
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এ কে শিকদার, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল হোসেন, জাসদের নাদের খান প্রমুখ।
প্রতিক্ষণ /এডি/ফাহিম