২০২৩ সালের শুরুতে ২০২২ সালে ফেলে আসা বছরের সেরা ২৩টি ছবি

প্রকাশঃ জানুয়ারি ১, ২০২৩ সময়ঃ ১২:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ছবি-১
ছবি-১

ইউক্রেনীয় জরুরী কর্মী এবং স্বেচ্ছাসেবকরা ৯ মার্চ ইউক্রেনের মারিউপোলে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি প্রসূতি হাসপাতাল থেকে একজন আহত গর্ভবতী মহিলাকে নিয়ে যাচ্ছেন।

(ছবি-১)

গত ১২ মাসে বিশ্বের মূল আলোচিত বিষয় ছিল ইউক্রেনের যুদ্ধের ভয়াবহতা এবং বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মহামারী লকডাউন এবং কাতারে বিশ্বকাপের পর বিশ্ব পুনরায় চালু হওয়া পর্যন্ত।

সারা বিশ্বের ফটোগ্রাফাররা ২০২২ সালের ঐতিহাসিক মুহূর্তগুলিকে বন্দী করেছেন। গত ১২ মাসে বিশ্বের মূল আলোচিত সবচেয়ে শক্তিশালী ফটোগ্রাফ গুলো আল-জাজিরা থেকে তুলে ধরা হলো।

ছবি-২
ছবি-২

 

আরশা বেগম ১১ জানুয়ারি ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরের দক্ষিণ-পশ্চিমে বুদগামে করোনা-১৯ টিকাদান ড্রাইভ চলাকালীন একজন স্বাস্থ্যসেবা কর্মী, ফোজিয়ার কাছ থেকে কোভিড-১৯ এর কভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেন। [এপি ছবি-২]

 

 

 

ছবি-৩

৭ ফেব্রুয়ারি বেইজিংয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকের পুরুষদের ফ্রিস্টাইল স্কিইং বিগ এয়ার কোয়ালিফিকেশন রাউন্ডের আগে অস্ট্রিয়ার মাতেজ স্যাভ্যান্সার ট্রেনিং করছেন। [এপি ছবি-৩]

 

ছবি-৪

 

 

 

 

৯ ফেব্রুয়ারি ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের হেবরনে বিক্ষোভ চলাকালীন একজন ফিলিস্তিনি মহিলা ইসরায়েলি সেনাদের সামনে অঙ্গভঙ্গি করছেন। [মুসা কাওয়াসমা/রয়টার্স]

ছবি-৪

 

 

 

ছবি-৫
ছবি-৫

 

৭ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে ইরপিন শহর থেকে পালিয়ে যাওয়ার সময় সরিয়ে নেওয়ারা একটি ধ্বংসপ্রাপ্ত ব্রিজ অতিক্রম করছে। [দিমিতার দিলকফ/এএফপি]

ছবি-৫

 

 

 

ছবি-৬
ছবি-৬

 

১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়েছিল সেখানে একটি অস্থায়ী স্মৃতিসৌধ।

[মাজদি মোহাম্মদ/এপি ছবি-৬]

 

 

ছবি-৭
ছবি-৭

 

 

২৭ মে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের উভালদেতে একটি প্রাথমিক বিদ্যালয়ের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণার্থে একটি ডে কেয়ার সেন্টারের বাইরে 21টি খালি চেয়ার দেখা যাচ্ছে।

[দারিও লোপেজ-মিলস/এপি ছবি-৭]

 

 

ছবি-৮
ছবি-৮

 

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যাকারী সন্দেহভাজন একজন ব্যক্তিকে 8 জুলাই নারা প্রিফেকচারের ইয়ামাতো সাইদাইজি স্টেশনে পুলিশ অফিসাররা আটক করেছে।

[ইয়োমিউরি শিম্বুন/রয়টার্সের মাধ্যমে] ছবি-৮

 

 

ছবি-৯
ছবি-৯

 

সাম্প্রতিক স্মৃতিতে দেশটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা ভবনটিতে হামলার পরদিন ১১ জুলাই শ্রীলঙ্কানরা কলম্বোতে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সরকারী বাসভবনে ভিড় করে।

[রফিক মকবুল/এপি ছবি-৯]

 

 

ছবি-১০
ছবি-১০

 

২৩ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের মারিপোসা কাউন্টিতে ওক ফায়ারের আগুন জ্বলতে থাকা বাড়ির ভিতরে একটি চেয়ারকে গ্রাস করছে।

[নোয়া বার্গার/এপি ছবি-১০]

 

 

 

ছবি-১১
ছবি-১১

 

২০শে আগস্ট দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং পৌরসভার ইয়াংজির উপনদী জিয়ালিং নদীর নদীর তলদেশে লোকেরা অগভীর জলের পুকুরে বসে আছে। চংকিং-এর ল্যান্ডস্কেপ, একটি মেগাসিটি যা আশেপাশের কৃষিজমি এবং মনোরম পাহাড়গুলিকেও নেয়। খরা দ্বারা রূপান্তরিত হয়েছে।

[মার্ক স্কিফেলবেইন/এপি ছবি-১১]

 

ছবি-১২
ছবি-১২

 

২৬শে আগস্ট সার্বিয়ার প্রাহোভোর কাছে দানিউব নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান যুদ্ধজাহাজের ধ্বংসস্তূপের কাছে একটি কায়কার প্যাডেল করছে৷ প্রচণ্ড খরার কারণে প্রায় ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রাহোভো শহরের কাছে নদীতে উন্মোচিত হয়েছে৷ এই গ্রীষ্মে ইউরোপ। [ডার্কো ভোজিনোভিক/এপি ছবি-১২]

 

 

ছবি-১৩
ছবি-১৩

 

২৯শে আগস্ট পাকিস্তানের নওশেরায় বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যার পরে পুরুষরা তাদের কাঁধে বাচ্চাদের নিয়ে এবং বন্যার রাস্তা ধরে হেঁটে যাচ্ছে।

[ফায়াজ আজিজ/রয়টার্স ছবি-১৩]

 

 

 

 

ছবি-১৪
ছবি-১৪

 

 

১৩ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার প্লেসার কাউন্টিতে মশার আগুনের সঙ্গে লড়াই করছেন দমকলকর্মীরা।

[নোয়া বার্গার/এপি ছবি-১৪]

 

 

 

ছবি-১৫
ছবি-১৫

 

পাকিস্তানের বন্যাকবলিত এলাকার মহিলারা ১৯ সেপ্টেম্বর দক্ষিণ সিন্ধু প্রদেশের থারপারকার জেলার কাছে চাচরোতে একটি দাতব্য সংস্থা দ্বারা বিনামূল্যে খাবারের জন্য অপেক্ষা করছে।

[পারভেজ মাসিহ/এপি ছবি-১৫]

 

 

 

ছবি-১৬
ছবি-১৬

 

ব্রিটেনের রাজা চার্লস এবং রাজপরিবারের সদস্যরা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনের পিছনে অনুসরণ করছেন কারণ এটি ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে ১৯ সেপ্টেম্বর লন্ডনে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর বাহিত হয়। [ড্যানি লসন/পুল রয়টার্সের মাধ্যমে]

ছবি-১৬

 

 

ছবি-১৭
ছবি-১৭

 

ক্যাথরিন ৭০ ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বোরোডিয়াঙ্কায় বিদ্যুৎ বিভ্রাটের সময় তার বাড়ির জানালায় একটি মোমবাতি ধারণ করে ২০ অক্টোবর, রাশিয়ার বিমান হামলার কয়েক দিন পর কয়েক হাজার ইউক্রেনীয়দের বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করে দেওয়া। [এমিলিও মোরেনাত্তি/এপি ছবি-১৭]

 

 

ছবি-১৮
ছবি-১৮

ইসলামী প্রজাতন্ত্রের তথাকথিত ‘নৈতিকতা পুলিশ’-এর হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ২২শে অক্টোবর লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীরা ইরানের শাসক ব্যবস্থার বিরুদ্ধে একটি সমাবেশ করেছে৷ বার্লিন, ওয়াশিংটন, ডিসি এবং লস অ্যাঞ্জেলেসে ইরানে সহিংস দমন-পীড়নের সম্মুখীন হওয়া বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে স্লোগানকারী জনতা সমাবেশ করেছে। [রিচার্ড ভোগেল/এপি ছবি-১৮]

 

ছবি-১৯
ছবি-১৯

২৯ অক্টোবর, সাও পাওলোতে, পটভূমিতে একটি লাইফ-সাইজ কাটআউটে চিত্রিত ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি লুইজ ইনাসিও ‘লুলা’ দা সিলভার জন্য একটি প্রচারণা সমাবেশের সময় সমর্থকরা উল্লাস করছে৷ লুলা রাষ্ট্রপতি পদে ফিরে যাওয়ার জন্য জাইর বলসোনারোকে পরাজিত করেছেন৷ [মাটিয়াস ডেলাক্রোইক্স/এপি ছবি-১৯]

 

 

 

ছবি-২০
ছবি-২০

 

১৩ নভেম্বর ভারতের মুম্বাইতে আরব সাগরের উপকূলে জুহু সৈকতে মানুষ ভিড় করে। জাতিসংঘের অনুমান অনুসারে, ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা আনুমানিক আট বিলিয়ন লোককে আঘাত করেছিল। [রফিক মকবুল/এপি ছবি-২০]

 

 

 

ছবি-২১
ছবি-২১

 

 

ইউক্রেনীয় সৈন্যরা ২০ নভেম্বর ডোনেটস্ক অঞ্চলের বাখমুতের কাছে রাশিয়ান অবস্থানে আর্টিলারি নিক্ষেপ করছে। [লিবকোস/এপি ছবি-২১]

 

 

 

ছবি-২২
ছবি-২২

 

আর্জেন্টিনার লিওনেল মেসি ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জয়ের পর বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপন করছেন।

[শওকত শফি/আল জাজিরা] ছবি-২২

 

 

 

ছবি-২৩
ছবি-২৩

 

প্রতিরক্ষামূলক পোশাকের কর্মীরা ২২ ডিসেম্বর বেইজিংয়ের উপকণ্ঠে একটি রিসর্টে পৃথকীকরণের জন্য চীনের বাইরে থেকে আসা একটি ফ্লাইট থেকে যাত্রীদের গ্রহণ করার জন্য প্রস্তুত।

[কেন মরিতসুগু/এপি ছবি-২৩]

 

 

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G