২১ ইলেক্ট্রনিক্স এর ডিজিটাল সুইয়িং মেশিন ও পেডেস্টাল ফ্যান

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ পূর্বাহ্ণ

21

ডিজিটাল সুইয়িং মেশিন: এলসিডি টাচ স্ক্রিন প্রযুক্তি নিয়ে বাজারে আসছে অত্যাধুনিক ডিজিটাল সুইয়িং মেশিন।

মাল্টিসুইয়িং ও বাটন হোল সিস্টেম ব্যবস্থার কারণে এই মেশিন যেমন গতিশীল তেমনি উৎপাদন ক্ষমতাও বেশি।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ সুইয়িং মেশিনটিকে কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

এ এছাড়া  এ্যামব্রয়ডারি এরিয়ার জন্য এতে থাকছে বেশ ভাল স্পেস।

পেডস্টাল ফ্যান: নির্ভরযোগ্য এসি মোটর এবং বিভিন্ন ধরনের স্পিড অপশন নিয়ে আসছে চমৎকার পেডোস্ট্রোল ফ্যান।

এই ফ্যানে আছে টাইম সেট অপশন । ফলে সময় নির্ধারণ করে দিলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ/চালু হয়ে যাবে ফ্যান।

এছাড়া ফ্যানের সাথে থাকছে ডিমার লাইট। ফ্যানটিকে স্ট্যান্ড আপ-ডাউন এর মাধ্যমে সুবিধামত ছোট বড় করা যাবে।

পেডোস্ট্রোল ফ্যানে শব্দ দূষণ হয়না এবং দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G