২১ যাত্রী নিয়ে নেপালে বিমান নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
নেপালের পশ্চিমাঞ্চলে ২১ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। যাত্রীদের মধ্যে দুজন বিদেশি ছিলেন।
বুধবার সকালের দিকে তারা এয়ারলাইন্সের ঐ বিমানটি পোখারা থেকে জমসম যাওয়ার পথে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা এয়ারলাইন্সের টুইন ওটার বিমানটিতে ১৮ যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। রাজধানী কাঠমান্ডু থেকে দুইশ কিলোমিটার উত্তর পশ্চিমের পোখারা বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর সকাল ৮টা ১০ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নেপালের পোখারা বিমানবন্দরের কর্মকর্তা যোগেন্দ্র কুনওয়ার বলেন, ‘দুটি হেলিকপ্টার উদ্ধার মিশনে নিয়োজিত আছে। এখন পর্যন্ত বিমানটির হদিস পাওয়া যায়নি।’
এদিকে, হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়াগদি জেলার রুপসি এলাকার বাসিন্দারা ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিমানটি ঐ এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
প্রতিক্ষণ/এডি/এফটি