২৪ ঘণ্টার জন্য ঢাকায় অসি দল

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ৯:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ausনিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ফুটবল দলকেও এ নিরাপত্তাভীতি পেয়ে বসেছিল। তবে সব সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। হোটেলে উঠেছে পুরো গুলশান কাঁপিয়ে। যদিও তাদের আসার কথা ছিল শনিবার। কিন্তু দুই দিন পর সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার মাটিতে পা রাখে বিশ্ব ফুটবলে ‘সকারু’ নামে পরিচিত দলটি।

বাংলাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং ফিফার অনমনীয় অবস্থানের কারণে ২৪ ঘণ্টার জন্য হলেও ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে সকারুরা। রাত ৮টা ৩৭ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চাটার্ড ফ্লাইটে করে আসে সফরকারীরা। মোট ৪৪ সদস্যের একটি দল এসেছে বাংলাদেশে। ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে এর আগে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার আসার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কা মাথায় রেখে সফর পিছিয়ে দেয় দেশটির ফুটবল ফেডারেশন। তাই সিঙ্গাপুরেই অনুশীলন সারে তারা।

ম্যাচের জন্য স্টেডিয়াম এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও নিরাপত্তা কর্মকর্তারা। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থে বাছাই পর্বের ম্যাচে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যেখানে ৫-০ গোলে হেরেছিল মামুনুলরা। এবার ঘরের মাঠে সকারুজদের বিরুদ্ধে ভালো খেলার প্রত্যয় লোপেজ বাহিনীর।

রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়া জোনে বি গ্রুপে খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। একমাত্র ড্র তাজিকিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে পাঁচ ম্যাচে চার জয় ও এক হার অস্ট্রেলিয়ার। ১২ পয়েন্ট গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে টিম কাহিলরা।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G