২৮ ফেব্রুয়ারি রায় কুনিও হোশি হত্যার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৭ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৭ অপরাহ্ণ

Japaniরংপুরে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার রায় আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

আজ রোববার বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রংপুরের বিশেষ বিচারক নরেশ চন্দ্র সরকার এ দিন নির্ধারণ করেন।

দুপুরে আদালতে এ মামলায় নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসাহাক, লিটন মিয়া, আবু সাইদ, সাখাওয়াত হোসেনসহ পাঁচ আসামির উপস্থিতিতে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক, বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আফতাব হোসেন, আবুল হোসেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন বিচারক।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। এ মামলায় কাউনিয়া থানা পুলিশ তদন্ত শেষে ১১ জেএমবি সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G