৩০ মিনিটে লেনদেন চালুর আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে আজও সকাল থেকেই লেনদেন বন্ধ রয়েছে। এ সমস্যার কারণে সোমবার যথা সময়ে লেনদেন শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। লেনদেন সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ১১টা ৪৫ পর্যন্ত লেনদেন চালু হয়নি লেনদেন। তবে পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই লেনদেন চালু হবে বলে জানিয়েছে ডিএসইর আইটি বিভাগ।
এ বিষয়ে ডিএসইর আইটি বিভাগ জানায়, গতকালকের টেকনিক্যালগত সমস্যা ডিএসইতে আজও বিদ্যমান। এ কারণে যথাসময়ে লেনদেন শুরু হয়নি। তবে আশা করছি এ সমস্যা আর অল্প সময়ের মধ্যে শেষ হবে। পরবর্তী আধা ঘন্টার মধ্যে ডিএসইতে চালু হবে লেনদেন।
উল্লেখ্য, গতকাল রোববার টেকনিক্যালগত সমস্যার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করতে ৩ ঘন্টা ৫০ মিনিট বিলম্ব হয়েছে। ওইদিনের টেকনিক্যাল ইস্যুর কারণে স্বাভাবিক লেনদেনের সময় ৪ ঘন্টার তুলনায় মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট লেনদেন হয়েছে। লেনদেনের এই ত্রুটি বিচ্যুতির জন্য বাজারের সঙ্গে জড়িত সকল ট্রেডহোল্ডারদের সমস্যা তৈরি হয়েছে। যার কারণে দু:খ প্রকাশ করেছিল ডিএসই।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর