৩৪ দগ্ধ রোগীর সবাই পেলেন ১২ হাজার টাকা করে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৩:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

DSC01076.......1 চলমান সহিংসতায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩৪ জন রোগীকে সাড়ে ১২ হাজার টাকা করে অনুদান দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সোমবার ( ০২ ফেব্রুয়ারি) দুপুরে বার্ন ইউনিটের তৃতীয় তলার সভাকক্ষে রোগীদের হাতে মন্ত্রী এ অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় তিনি অসুস্থ রোগীদের দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী  জানান, রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। সহিংসতাকারীদের পুলিশে সোপর্দ করার ব্যবস্থা করতে হবে। অনুদানের বিষয়টি প্রধানমন্ত্রী অবগত বলেও জানান মন্ত্রী।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রফসের আবুল কালাম। চলমান সহিংসতায় দগ্ধ ৫৪ জন রোগী এখনও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/নয়ন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G