৩ আগস্ট ধার্য খালেদা জিয়ার পরবর্তী শুনানি
নিজস্ব প্রতিবেদক
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি আগামী ৩ আগষ্ট ধার্য করেছেন বিশেষ আদলত। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদকে খালেদা জিয়ার প্রধান আইনজীবি অ্যাডভোকেট খন্দকার মাহবুবু হোসেন আংশিক জেরা করার পর আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
উল্লেখ্য, গত ১৮ জুন একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন অর রশিদকে জেরার দিন ধার্য ছিল। তবে হাইকোর্টে ওই সাক্ষীর সাক্ষ্য বাতিল ও নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন জানান খন্দকার মাহবুব।
পরে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত ২৩ জুলাই পরবর্তী দিন ধার্য করেন। ১৮ জুন এ দুই মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে গিয়েছিলেন।
প্রতিক্ষণ/ডেস্ক/সজল