৩ বছর বয়সেই মেয়র নির্বাচিত

প্রকাশঃ আগস্ট ১২, ২০১৫ সময়ঃ ৭:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

JAMES TUFযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় ছোট শহর ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছেন ৩ বছর বয়সী শিশু জেমস! ৬ বছর বয়সী বড় ভাই রবার্টস টাফসটের স্থলাভিষিক্ত হয়েছে সে।

খবরে বলা হয়, গত ২ আগস্ট মেয়র নির্বাচিত হয় জেমস। এর আগে তার বড় ভাই রবার্টস ২ মেয়াদে শহরটির মেয়র ছিলেন। ছোট ভাইয়ের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় তিনি পপি (কার্টুন) নিয়ে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

ডরসেটের খাদ্য উৎসব পালনের সময় জেমসকে মেয়র ঘোষণা করা হয়। লটারির মাধ্যমে সে এ মেয়র নির্বাচিত হয়।

এক সাক্ষাৎকারে রবার্টস টাফসট বলেন, আমি মেয়রের দায়িত্ব পালন করার বিষয়টি খুবই উপভোগ করেছি।

মা এমা টাফসট বলেন, তিনি তার সন্তানদের নিয়ে গর্বিত। কেননা তার ছেলেরা মেয়রের দায়িত্ব খুব ভালভাবে পালন করছে।

প্রসঙ্গত, শহরটিতে ২২ জন লোক বাস করছে। যে কেউ এখানকার মেয়র হতে পারেন। একবার শিকাগোর ৪ বছর বয়সী ছেলে ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য জেমসকে মেয়র নির্বাচিত করা হয়।


সবাই যা পড়েছেঃ

# দশ দিন সূর্য উঠবে না !

# পৃথিবীর রহস্যময় ৪টি ঘটনা

# যমজ সন্তানের কারখানা কোধিনি গ্রাম

# ঝামেলামুক্ত ৭টি দারুণ কৌশল ওজন কমানোর

# কান্নায় ভেঙ্গে পড়েন পরীমনি

# মজার ফুটবল খেলার ভিডিও

# পুরুষের অপছন্দ যে ৬ নারীকে

# সাইকেল চুরি করা এখন অসম্ভব!


প্রতিক্ষন/এডি/ইম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G