৪৫৭ আরোহী নিয়ে চীনে ফেরিডুবি

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

feriচীনের ইয়াংসি নদীতে পর্যটকবাহী ফেরিডুবিতে শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় ডুবে যাওয়ার সময় ফেরিতে ৪৫৭ আরোহী ছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

ফেরির আরোহীদের মধ্যে ৪০৫ জন যাত্রী, ৫ জন ট্রাভেল এজেন্সির কর্মী এবং ৪৭ জন ক্রু ছিলেন। ফেরির যাত্রীদের অধিকাংশের বয়স ৫০ থেকে ৮০ বছর। ডুবে যাওয়ার সময় তাদের বেশিরভাগই ঘুমিয়েছিলেন।

চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে যাচ্ছিলো ফেরিটি। এ ঘটনায় এখন পর্যন্ত একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কমপক্ষে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চীনের ইয়াংসি নদীর নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেই প্রদেশের জিয়ানলি এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় জাহাজটি। তবে এ সময় এটি কোনো বিপদসংকেত দেখায়নি। জাহাজডুবির পর কয়েকজন আরোহী সাঁতরে নদীর তীরে উঠে পুলিশে খবর দেয়। নদীর যে স্থানে ফেরিটি ডুবে গেছে তা কমপক্ষে ৫০ ফুট গভীর বলে জানা গেছে। সেখানে তীব্র স্রোতও রয়েছে।

এদিকে ফেরিডুবির বিষয়ে শোক প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং জানিয়েছেন উদ্ধার অভিযানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। ইতোমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান তদারকি করছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে দুই হাজার ১শ’ সেনা অংশ নিয়েছেন। তবে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের জন্য উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G