৫০০ বছরের পুরাতন ঢাকঢোলের হাট

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৫ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

dhak-dholবাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে চলছে  প্রায় ৫০০ বছরের পুরাতন ঢাকঢোলের হাট। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসবের অন্যতম অনুসঙ্গ হলো ঢাকের বাজনা।

এই হাটে প্রতি বছর দুর্গাপূজার সময় বিভিন্ন জেলা থেকে পূজা আয়োজনকারীরা আসেন ঢাকি ও অন্যান্য বাদ্যযন্ত্রী ভাড়া করতে। নানা জেলা থেকে জড়ো হন ঢাকিরা। পাঁচদিন ধরে দিন-রাত সেখানে শোনা যায় ঢাকের বাজনা।

কটিয়াদি উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার সাহা বলছিলেন স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী, এ মেলার ইতিহাস অন্তত পাঁচশো পছরের পুরনো। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে পূজার আয়োজনের জন্য সেরা ঢাকির খোঁজ করতে গিয়ে বিক্রমপুর পরগনার প্রসিদ্ধ সব ঢাকিকে আমন্ত্রণ জানান। তারপর সবার বাজনা শুনে বেছে নেন সেরা দলটিকে। সেই সময় থেকে ঢাক-ঢোলের হাটের শুরু।

দিলীপ কুমার সাহা বলছিলেন, “এ হাটে হাটে ঘুরে ঘুরে বাদকদের বাজনা পরখ করে দেখেন পূজা আয়োজনকারীরা। ঢাকীদের বাজনা পছন্দ হলে আর দরদামে মিল হলে এখান থেকেই পূজামণ্ডপে বাজানোর জন্য ঢাকি নিয়ে যায়”।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G