৫০০ লিটার ভেজাল মধুসহ আটক ১

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

satkhiraসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ৫০০ লিটার ভেজাল মধু ও ১৬ বস্তা চিনিসহ মিজানুর রহমান নামে ১ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন চকবারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ভেজাল মধু উৎপাদনের সঙ্গে জড়িত। সুন্দরবনের মধুর সঙ্গে চিনি মিশিয়ে তিনি ওই মধু সুন্দরবনের খাঁটি মধু হিসেবে বিক্রি করতেন।

এসআই জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ভেজাল মধু ও চিনি উদ্ধার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

আটক মিজানুর রহমান চকবারা গ্রামের ইউনুস সরদারের ছেলে।

প্রতিক্ষণ /এডি/মুরাদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G