৫৭০ কোটি রুপিবাহী তিনটি ট্রাক তামিল নাডুতে আটক

প্রকাশঃ মে ১৫, ২০১৬ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

7.+Tamil+Nadu

নির্বাচনের দুইদিন আগে ভারতের তামিল নাডু রাজ্য থেকে আটক করা হয়েছে ৫৭০ কোটি রুপি, কিন্তু এ রুপি ‘নিজেদের’ বলে দাবি করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। রোববার(আজ) ব্যাংকটির দেয়া বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে রুপি ‘আটক’ করার ঘটনাকে ‘ভ্রান্ত’ অ্যাখ্যা দিয়ে স্টেট ব্যাংক বলেছে, “অন্ধ্র প্রদেশে সাময়িক মুদ্রা সংকট চলায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অনুমোদনসাপেক্ষে কইমবাতোর মূল শাখার কোষাগার থেকে বিশাখাপত্তমে বিশেষ মুদ্রা প্রশাসন শাখায় ৫৭০ কোটি রুপি স্থানান্তর করা হচ্ছিল।” ৫৭০ কোটি রুপি ভর্তি তিনটি ট্রাক থামিয়ে শনিবার আটক করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। 

তবে আটক তিনটি ট্রাকের চালকের দাবি, ওই ৫৭০ কোটি রুপি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার, যা বিজয়ওয়াড়া টাকশাল থেকে নিয়ে আসছিলেন তাঁরা। তবে পুলিশ জানিয়েছে, এই সংক্রান্ত কোনো নথি ওই ট্রাকচালকদের কাছে পাওয়া যায়নি। ট্রাকগুলোকে আপাতত স্থানীয় জলুয়া থানা কার্যালয়ে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।তবে, আটক করা হলেও গাড়িগুলো ‘জব্দ করা ও খোলা হয়নি’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা রাজেশ লাখোনি।

বিবৃতিতে ‘অনুমোদিতে কর্মকর্তা ও পুলিশি পাহারায় রুপি স্থানান্তর করা হচ্ছিল’ বলেও এসবিআই দাবি করে।“আরবিআই এর নির্দেশনা অনুযায়ী আমাদের কইমবাতোর শাখা অর্থগুলো এসবিআই এর অনুমোদিত কর্মকর্তাদের হাতে তুলে দেয়। রুপিভর্তি ট্রাকগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল অন্ধ্র প্রদেশের পুলিশ।

তিনি বলেছিলেন, “গাড়িগুলো জব্দ করা হয়নি এবং এগুলো খোলাও হয়নি। বৈধ কাগজপত্র পাওয়া গেলে ট্রাকগুলো শিগগিরই ছেড়ে দেওয়া হবে।”সোমবার তামিল নাড়ুতে বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে অর্থের অবৈধ ব্যবহার রোধে কঠোর নজরদারি করছে ভারতীয় নির্বাচন কমিশন। মার্চে তফসিল ঘোষণার পর থেকে রাজ্যটিতে একশ কোটিরও বেশি মালিকানাহীন নগদ অর্থ জব্দ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G