৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে যাচাই বাচাইয়ের প্রথম দিনে ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাউন্সিলদের মনোনয়নপত্র যাচাই বাচাই করা হয়। এসময় ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। বাতিল মনোনয়নপত্রের তালিকায় রয়েছেন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী অর্পনা বালা পাল। তার বিরুদ্ধে ব্যাংকের ঋণ খিলাফীর অভিযোগ রয়েছে। যার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য হয়। এছাড়া ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা থাকায় তার মনোনয়নপত্রটিও বাতিল করা হয়। এছাড়াও লাইসেন্স, মামলা, ঋণ খেলাপী ও জামানত না থাকাসহ বিভিন্ন অভিযোগে আরো ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশিন।
জেলা রির্টানিং অফিসার শফিউল আজিম জানান, আপতত তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আপিলের সুযোগ রয়েছে। তিনদিনের ভেতরে প্রার্থীদের আপিল করতে হবে। আপিলে বৈধ হলে তারা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে। রবিবার মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই করা হবে।
প্রতিক্ষণ/এডি/জেবিএম