৫ ঘন্টা পর শুরু রেল যোগাযোগ

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ১:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

rtytyগাজীপুরের সালনা মিরেরগাঁও এলাকায় দুই দফা ট্রেন বিকল হয়ে পড়ায় রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টা ৪৮ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেসের একটি বগির স্প্রিং খুলে পড়ায় ট্রেনটি সালনা মিরেরগাঁও এলাকায় থামিয়ে দেয়া হয়। এতে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মেরামতের পর ট্রেনটি সকাল সাড়ে ১০টায় জয়দেবপুর পৌঁছলে আবারো বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G