৬৩ বছরের বৃদ্ধার শিরশ্ছেদ

প্রকাশঃ জুলাই ২১, ২০১৫ সময়ঃ ৩:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

dai৬৩ বছর বয়সী এক নারীকে ডাইনি আখ্যা দিয়ে নগ্ন করে শিরশ্ছেদ করেছে উচ্ছৃঙ্খল জনতা। ঘটনাটি ঘটেছে গত সোমবার ভারতের আসামের সনিতপুর জেলার উপজাতি অধ্যুষিত ভিমাজুলি গ্রামে । খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীকে ডাইনি আখ্যা দিয়ে বাড়ি থেকে বের করে আনে উচ্ছৃঙ্খল গ্রামবাসী। তাকে জলাশয়ের কাছে নিয়ে বিবস্ত্র করা হয়। এরপর তার শিরশ্ছেদ করে উপস্থিত জনতা।

এ ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ২০০ লোক এ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে জানানো হয়েছে।

পনি ওরাং নামে ওই নিহত নারী কারবি গোত্রের বাসিন্দা। ওই গ্রামে সান্থাল গোত্রের লোকও রয়েছে।

পুলিশের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট (এএসপি) সামাদ হোসাইন বলেন, ‘নিজেকে দেবী হিসেবে দাবি করা অনিমা রোঘান্তি (৩৫) নামে এক নারী লোকদের স্থানীয় মন্দিরে উপস্থিত হতে বলেন। তিনি সবাইকে বলেন, পাঁচ সন্তানের মা ও আদিবাসী ওরাং একজন ডাইনি। তার কারণেই গ্রামে অমঙ্গল বিরাজ করছে।’

তিনি আরও বলেন, ‘অনিমার এ বক্তব্যের পর উপস্থিত জনতা ওরাংকে ঘর থেকে বের করে এনে জলাশয়ের কাছে নিয়ে বিবস্ত্র ও শিরশ্ছেদ করে।’

এ ঘটনার পর অনিমা, তার স্বামী, বড় মেয়েসহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আসাম সরকার রাজ্যে ডাইনি হত্যা বিরোধী আইন পাসের প্রক্রিয়ায় থাকাকালীন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

রাজ্যটিতে গত পাঁচ বছরে ডাইনি আখ্যা দিয়ে ১০০-এরও বেশি নারীকে হত্যা করা হয়েছে।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G