৭ ঘণ্টা থানায় অবস্থান মেয়র আইভীর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা পার্কের ঠিকাদার জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ছাড়িয়ে নিতে নারায়ণগঞ্জ থানায় বুধবার রাত ১১টা থেকে সাত ঘণ্টা অবস্থান করেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মেয়রের অভিযোগ, পার্কের কাজ বন্ধ করতে সংসদ সদস্য শামীম ওসমানের প্রভাবে ঠিকাদার জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নগরীর পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত রত্না ও আবদুল মতিন এন্টারপ্রাইজের অস্থায়ী কার্যালয় থেকে ঠিকাদার জাকির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, রেলওয়ের এস্টেট অফিসের কানুনগো ইকবাল মাহমুদের মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় দুজনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগে বলা হয়, গত ২৭ মার্চ খবর পাওয়া যায় যে অবৈধভাবে রেলওয়ের ৯ দশমিক ৯ একর জমিতে পার্ক নির্মাণ করা হচ্ছে। অভিযোগ পেয়ে রেল কর্তৃপক্ষ সেখানে গেলে আসামিরাসহ অজ্ঞাতপরিচয় আরো সাত-আটজন লাঠি, দা, বল্লম নিয়ে তাঁদের ওপর হামলার চেষ্টা করে। তারা রেলওয়ের প্রায় ৪০ লাখ টাকা মূল্যের সম্পত্তি বিনষ্ট করে। এ স্থান থেকে রেলওয়ের স্লিপার, গাছপালাসহ প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের সম্পত্তি চুরি করে নিয়ে যায়। ডিজিটাল এস্টেট অফিসার শাহাদাৎ হোসাইন ও সহকারী বিভাগীয় এস্টেট অফিসার কাজী হাবিবুল্লাহসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁরা এ মামলা করেন বলে মামলায় উল্লেখ করেন।
নগরীর বাবুরাইল-দেওভোগ এলাকায় প্রাথমিকভাবে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে এ পার্ক নির্মাণ করা হয়েছে। প্রায় তিন মাস আগে পার্কের কাজ শুরুর পর থেকেই স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান পার্ক নির্মাণের বিরোধিতা করে আসছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, আসামি জাকির হোসেনকে আদালতে তোলা হবে।
====