৮৪ শতাংশ পাসের হার কুমিল্লায়
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে সম্মিলিত পাসের হার ৮৪ শতাংশ। এ তিনটি বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৯৫৪ শিক্ষার্থী।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৪১ হাজার দুজন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮ হাজার ৮৬৫ জন।
এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৫৬১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ১৬ শতাংশ আর মেয়েদের ৯৪ দশমিক ৩৭ শতাংশ।
মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ২২৬ জন। এদের মধ্যে পাস করেছে ৩০ হাজার ৪৪২ জন। এ বিভাগে পাসের হার ৭২ দশমিক ৪১ শতাংশ। এ ক্ষেত্রে ছেলেদের পাসের হার ৭২ দশমিক ২৭ ও মেয়েদের ৭২ দশমিক ৪১ শতাংশ।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার মোট পরীক্ষায় অংশ নেয় ৭৭ হাজার ৬৪৫ জন। পাস করেছে ৬৫ হাজার ৫২৬ জন। এ বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৫৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেদের পাসের হার ৮২ দশমিক ৯৪ আর মেয়েদের ৮৬ দশমিক ৫৯ শতাংশ।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার এক হাজার ৬৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৬০ হাজার ৮৭৩ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
========