৮৫ বছরের বৃদ্ধের পা ব্রিজের ভাঙা পাটাতনে আটকা , উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০২২ সময়ঃ ১:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে অনেক গুলো ব্রিজের করুণ দশায় জনগণ ভুগছে। এবার ঘটনা ঘটেছে রাউজানে বাজারের সঙ্গে বেইলি ব্রিজে। রাউজান বাজার থেকে ফেরার পথে বেইলি ব্রিজের ভাঙা অংশে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুই ঘণ্টা পর হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নে ইছাপুর সড়কের ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। পা আটকে যাওয়া ওই বৃদ্ধের নাম সৈয়দুল হক। তিনি উপজেলার গহিরা ইউনিয়নের জেবল সৌদাগর বাড়ির বাসিন্দা।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেক হাসান বলেন, ‘আমরা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছি। তিনি স্বাভাবিক আছেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধারের পর তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, ২০০০ সালের দিকে ব্রিজটি তৈরি করা হয়েছিল। এর আগেও কয়েকবার এটির পাটাতন ভেঙেছে। ভাঙা অংশে এ ধরনের দুর্ঘটনা এর আগেও কয়েকবার হয়েছে। এমনকি সিএনজি অটোরিকশার চাকাও ঢুকে গিয়েছিল কয়েকবার।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G