অজগরের কবল থেকে ছাগল বাঁচালেন তরুণ

প্রকাশঃ জুলাই ২১, ২০১৬ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ঙঙঙ

ছোট এক ছাগলকে পেঁচিয়ে ধরেছে অজগর। সাপের বজ্রআঁটুনি ছেড়ে কোনোভাবেই পালাতে পারছে না এটি। ছাগলটি প্রাণপণ চিৎকার করছে। ঘটনাস্থলের কাছেই কয়েকজন মানুষ।

দূর থেকে অজগর তাড়ানোর চেষ্টা করলেও কাছে যাওয়ার সাহস দেখাচ্ছিলেন না কেউ। তবে এক তরুণের সাহসিকতায় ছাগলটি ছেড়ে জঙ্গলে পালায় অজগর।

প্রাণে বেঁচে গেল ছাগলটি। উল্লিখিত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি সংরক্ষিত বনাঞ্চলের কাছে। সাম্প্রতিক এক ঘটনার ভিডিও গত সোমবার তোলা হয়েছে ইউটিউবে। এরই মধ্যে ভিডিওটি দেখেছে প্রায় ৬০ হাজার মানুষ।
ভিডিওতে দেখা যায়, বনাঞ্চলের কাছে ছাগলকে জড়িয়ে ধরে আছে এক দশাসই অজগর। কাছাকাছি দাঁড়িয়ে আছেন কয়েক ব্যক্তি।

এঁদের মধ্যে এক তরুণ ক্রিকেট ব্যাট উঁচিয়ে সাপটিকে তাড়ানোর চেষ্টা করেন। অবশেষে একটি গাছের কা- নিয়ে অজগরের ওপর চড়াও হন তিনি। আঘাত থেকে বাঁচতে ছাগলটিকে ছেড়ে দিয়ে বনের দিকে পালিয়ে যায় অজগর। সূত্র: এনটিভি

 

https://www.youtube.com/watch?v=FBHMqNFHIgg&feature=youtu.be

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G