অজগরের মাংস খেয়ে ৯ বছরের জেল
আর্ন্তজাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
পাইথনের(অজগর)মাংস খেয়ে নয় বছরের জন্য জেলে যেতে হয়েছে জিম্বাবুয়ের এক বাসিন্দাকে। শুক্রবার ওই দেশের এক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে।
যদিও অভিযুক্তের দাবি, তিনি চিকিৎসার স্বার্থেই ওই লুপ্তপ্রায় পাইথনের মাংস খেয়েছিলেন।
নিউজ ডে অভিযুক্ত আর্কওয়েল মারাম্বাকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘আমার শিড়দাঁড়ার ব্যাথা। প্রথম যেদিন অজগরের মাংস খাই, আমি উন্নতি টের পাই।’ যদিও সেই মাংস মোটেও সুস্বাদু নয়, জানিয়েছেন মারাম্বা।
পুলিশ জানিয়েছে, মারাম্বার বাড়িতে তল্লাশি চালিয়ে পাইথনের মাংস, শুকনো চামড়া পাওয়া গেছে।
প্রতিক্ষণ/এডি/ রোদেলা