অজানা কিছু মজার তথ্য

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Ojana৩০ বছরের পর থেকে মানুষের উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে!! তবে সেই প্রক্রিয়া খুবই ধীর গতির!!

নীল রঙের প্রতি মশাদের একটা আগ্রহ আছে!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে!!

একজন মানুষ এর পক্ষে কখনই চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না!! (চেষ্টা করে দেখুন)

একজন সুস্থ স্বাভাবিক একজন মানুষের পক্ষে তার নিজের কনুই চাটা একেবারেই অসম্ভব!! (এটিও চেষ্টা করতে পারেন”।

সোনা অনেক দুর্লভ!! দাম তো আকাশচুম্বী!! কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে যে পরিমান সোনা আছে(স্থলভাগ এবং জলভাগ মিলিয়ে) তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে(শুধু স্থলভাগ) হাঁটু পরিমান উচ্চতা হবে!!

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড!! এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টাইনস ডে তে!! এই যুগলকে(ছেলে এবং মেয়ে উভয়কে) পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো!!

ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!

বিশ্বে যে পরিমাণ অপরাধী ধরা পড়ে তার ৮০% ই হলো পুরুষ!! (মেয়েরা তাহলে চালাক অপরাধী!! হুমমমম!!)

সৌদি আরবের পতাকা কখনোই কোনো অবস্থাই অর্ধনমিত করা হয় না। কারন, এতে পবিত্র কালেমা রয়েছে।

বিশ্বের বৃহত্তম চুল রপ্তানিকারক দেশ ভারত!!

সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির দরজা আটকানো বেআইনি!!

কানাডা একটি ইন্ডিয়ান শব্দ, যার মানে হলো `BigVillage’ (বড় গ্রাম)

একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু পানি পান না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না!!

বাংলাদেশ স্বাধীনতার পরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২/০১/১১ তারিখে।। যশোরে সেদিন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রী সেলসিয়াস!!

এখন আপনি নিশ্বাস বন্ধ না করে ঢোক গিলতে পারবেন না। তবে শিশু থাকতে আপনি সেটা পারতেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G