অজ্ঞান পার্টির কবলে ৭ জন
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাত ব্যক্তি সর্বস্ব হারিয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল থেকে রাত পর্যন্ত সায়েদাবাদ, গুলিস্তান ও মিরপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এদের সবাই বাসের মধ্যে পানি ও খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে তাদের সঙ্গে থাকা ব্যক্তি ও আত্মীয়রা জানিয়েছেন।
ঘটনা ১: কিশোরগঞ্জ থেকে সায়েদাবাদ হয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন ১২ কৃষক। বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কছের মিয়া (৩২) ও আসাদুল (৩৫) জ্ঞান হারান। রোববার সকালে বাস সায়েদাবাদ পৌঁছানোর পর এই দুজনকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়।
তাদের সঙ্গে থাকা কৃষক সবুর মিয়া জানান, সকালে বাস থেকে নামার সময় দেখেন ওই দুইজন অচেতন অবস্থায় বাসের সিটে পড়ে আছেন। তাদের কাছে থাকা এক হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
ঘটনা ২: দুপুরে গুলিস্তানে পুলিশ বক্সের সামনে রাস্তার আইল্যান্ডে অজ্ঞাত এক ব্যক্তিকে (৩০) অচেতন অবস্থায় পরে থাকতে দেখে ওই ব্যক্তিকে ঢামেকে নিয়ে আসেন এএসআই ইমদাদুল।
ঘটনা ৩: ডেমরার নিজ বাসা থেকে গুলিস্তানে কর্মস্থলে যাচ্ছিলেন মোশাররফ হোসেন। এ সময় বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। খবর পেয়ে তার নিকটাত্মীয় মাইনুদ্দিন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। অজ্ঞান পার্টি তার কাছে থাকা ৫২ হাজার টাকা নিয়ে গেছে।
মোশাররফ গুলিস্তান সুন্দরবন মার্কেটের একটি দোকানের কর্মচারী।
ঘটনা ৪: ডেমরা রানীমহল এলাকায় থাকেন চাকরিজীবী আশকর আলী (৪০)। ডেমরা থেকে দুপুরে গাবতলী যাচ্ছিলেন তিনি। এ সময় অজ্ঞান পার্টি তাকে অচেতন করে তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। স্থানীয়দের ফোন পেয়ে তার ভাতিজা আজিজ তাকে মিরপুর-১ ওভারব্রিজের নিচ থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
ঘটনা ৫: বরগুনা জেলার পাথরঘাটা নিবাসী দেলোয়ার হোসেন (৩৫) ওমান যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন আত্মীয় মিজানুর রহমান (২৫)। বাসে তারা অজ্ঞানপার্টির কবলে পড়েন। তাদের বহনকারী বাস সকালে সায়েদাবাদ পৌঁছুলে অচেতন অবস্থায় তাদের ঢামেকে নিয়ে আসা হয়।
তাদের নিকটাত্মীয় রফিকুল ইসলাম জানান, দেলোয়ারের ওমান যাওয়ার ফ্লাইট সন্ধ্যায়। তাকে চিকিৎসা শেষে এয়ারপোর্টে পাঠানো হয়েছে।
অজ্ঞানপার্টি তাদের সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে গেছে বলেও জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন