অতিরিক্ত কথা বন্ধ করার কৌশল!

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৭:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

How-to-Make-Any-Girl-Quiet-Zaid-Ali-Videosজ্ঞানী লোকেরা কথা বলেন কারণ তাঁদের বলার কিছু আছে আর বোকারা কথা বলেন কারণ তাঁদের কিছু বলতে হবে। বলে গেছেন দার্শনিক প্লেটো। মানে, জ্ঞানী ও বোকাভেদে কথার মানে ভেদ হতে পারে কিন্তু কথা বলা থেকে কেউই বিরত থাকে না। মানুষের কথা বলার এই বিকট ইচ্ছা যখন অতিরিক্ত হয়ে যায় তখন  যে কারোই মনে বিরক্তি জন্মায়।

বেশি কথা বলে যে, তাকে বলা হয় বাচাল। কিন্ত এই মেয়েকে যে কি বলবেন তা ভেবেও উঠতে পারবেন না। এতো কথা বলে যে,  ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। এই ভিডিওটি সম্পূর্ন না দেখলে বুজতে পারবেন না এই অবস্থা কতটা বিরক্তিকর। তবে সবার জন্য বলছি না  কিছু কিছু  মেয়েকে বেশি কথা বলা থেকে বিরত রাখতে তৈরি করা হয়েছে এই অভিনব ডিজিটাল পদ্ধতি।

https://www.youtube.com/watch?v=ErPmQmXvCm8

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G