অতি সুন্দর পাখি ‘এশীয় শাবুলবুলি’
প্রতিক্ষণ ডেস্ক
পাখি সকলেই পছন্দ করে। অনেকেই শখের বশে বাড়িতে খাচাঁ কিংবা খোঁপে পাখি পালন করে থাকে। পাখির অনেক প্রজাতির মধ্যে কিছু আছে যেগুলো সচরাচর এবং সব জায়গায় দেখা যায় না। এমনি একটি পাখি ‘এশীয় শাবুলবুলি’।
এশীয় শাবুলবুলির ইংরেজি নাম Asian Paradise Flycatcher। বৈজ্ঞানিক নাম Terpsiphone Paradisi। তবে অঞ্চলভেদে দুধরাজ, শাহ বুলবুল, সাহেব বুলবুলি, সুলতান বুলবুল প্রভৃতি নামেও পরিচিত।
সাধারণত এই প্রজাতির পুরুষ ও মেয়ে পাখি উভয়ই লাল রঙের হয়ে থাকে। তবে কোনো কোনো পুরুষ পাখি আবার ধবধবে সাদা রঙেরও হয়। সাদা রঙ তখনই হয়, যখন পাখিটির বয়স ৪ বছর পার হয়ে যায়।
সাধারণত চোখ দেখে এই পাখি চেনা যায়। পুরুষ পাখির চোখের পাশ দিয়ে নীল রঙের বৃত্ত থাকে। মেয়ে পাখির ক্ষেত্রে এই বৃত্তটা দেখা যায় না।
লেজ ছাড়া পাখিটির দৈর্ঘ্য ২০ সেন্টিমিটার। ওজন প্রায় ২০ গ্রাম। আর লেজের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। তবে ছেলেপাখির লেজের দৈর্ঘ্য বিশাল- ৩৫ সেন্টিমিটার।
সাধারণত বাংলাদেশের উত্তরাঞ্চলে এদের বেশি দেখা যায়। এরা ঘাস, লতাপাতা, মাকড়সার জাল দিয়ে পেয়ালা আকৃতির খুব সুন্দর বাসা বানায়।
এরা ২-৩ টি ডিম পারে এবং ১৫-২০ দিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বের হয়। পুরুষ এবং মেয়ে পাখি উভয়ই পালা করে ডিমে তা দেয়।
প্রতিক্ষণ/তপু