অদ্ভুত শিশু এলি !

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ পূর্বাহ্ণ

pacfrn-bdp_72155ডাক্তারী পরীক্ষায় সবকিছু ঠিকঠাক জানান দিলেও শিশুটির জন্মের পর চমকে উঠলেন উপস্থিত সকলে। শিশুটির ওজন ২.৯ কেজি ।

কিছু সময় পরই নবজাতককে তুলে দেয়া হয় মায়ের কোলে। মুখ দেখেই কেঁদে ফেললেন মা। কারণ শিশুটির নাক নেই। তাকে নিঃশ্বাস নিতে হচ্ছে মুখ দিয়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার এক হাসপাতালে জন্ম নেয়া এই অবাক শিশুর নাম এলি। গত ৪ মার্চ তার জন্ম হয়।

মেডিক্যাল সায়েন্সের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে ১৯ কোটি ৭০ লক্ষ মানুষের মধ্যে একজনের জন্ম এমন হতে পারে। জন্মের কয়েকদিন পর একটি অস্ত্রোপচারের পর নাক ছাড়াই এলি বেশ সুস্থ আছে।

এদিকে, অবাক শিশু এলিকে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। প্রথমে অনেকেই ধরে নিয়েছিলেন ফটোশপের কারসাজি বুঝি কিন্তু আসল ঘটনা জানার পর সকলে এলিকে ‘অবাক শিশু’ বলে আখ্যায়িত করেছেন।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G