নিজস্ব প্রতিবেদক
অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা দম্পতির প্রথম পুত্র আরিজের জন্মদিন পালন করলেন একটু ভিন্ন আঙ্গিকে। পুত্রের জন্মদিনে অনন্ত ও বর্ষা ভ্রমনযান হিসেবে ব্যবহার করেছেন হেলিকপ্টার।
তথ্যানুযায়ী,পুত্রের জন্মদিনে হেলিকপ্টারে করে আরিজের নানাবাড়ি সিরাজগঞ্জ যান এবং একই হেলিকপ্টারে তাঁরা ঢাকায় ফেরেন। হেলিকপ্টারে পুত্রের জন্মদিনের একটি ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘ফার্স্ট বার্থডে সেলিব্রেশন আমাদের কলিজার টুকরা।’
অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার এ জেড সজিব জানান, আরিজের জন্মদিন মূলত সিরাজগঞ্জে নানা বাড়িতে পালন করা হয়। সেখানে দুঃস্থদের জন্য খাবারের আয়োজন করা হয়। এজন্য সপরিবারে সকালে একটি হেলিকপ্টারে সিরাজগঞ্জে যান, একই হেলিকপ্টারে বিকালে ফেরত আসেন।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি