অনিয়মের কারনে বন্ধ নিয়োগ প্রক্রিয়া
জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অনিয়মের কারনে বন্ধ হয়েছে আনন্দ স্কুলের নিয়োগ প্রক্রিয়া। চলতি বছরের জুলাই মাসে ৬৯ জন শিক্ষক/শিক্ষিকা নিয়োগের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু চার মাস পার হলেও আনন্দ স্কুলের শিক্ষক নিয়োগ না দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন নিয়োগ পাওয়া ৬৯ জন শিক্ষক/শিক্ষিকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের অধিনে আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পটি চলতি বছরের জুলাই মাসে ২য় মেয়াদে ৫ বছরের জন্য ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে নাওডাঙ্গায় ৮ জন, শিমুলবাড়ীতে ৭ জন, ফুলবাড়ীতে ২০ জন, বড়ভিটায় ১০ জন, ভাঙ্গামোড়ে ১৫ জন ও কাশিপুর ইউনিয়নে ৯ জন মিলে মোট ৬৯ জন শিক্ষক/শিক্ষিকা নিয়োগের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে ৬১ জন মহিলা ও ৮ জন পুরুষ রয়েছেন। একাধিক আবেদন প্রার্থীরা জানান, ফুলবাড়ী উপজেলায় আনন্দ স্কুলের নিয়োগের জন্য মাইকিন করে শিক্ষক নিয়োগের জন্য আহব্বন করা হয়। কিন্তু মাইকিন করে শিক্ষক নিয়োগের কথা বললেও গোপনে অনেক প্রার্থীর কাছে টাকা নিতে দেখা যায় ফলে আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে, জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ সরেজমিন প্ররিদর্শন করে এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ ঘোষনা করেন।
ফুলবাড়ী উপজেলার আনন্দ স্কুলের ট্রেনিং কোর্ডিনেটর রেজাউল ইসলাস জানান, ২০১৩ সালে ৫০ টি কেন্দ্র চালু রাখলেও ৩ টি বন্ধ হয়ে যায়। এখন ৬৯ টি কেন্দ্রের জন্য নিয়োগ দিলে জেলা প্রশাসক উক্ত নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ করে দেন। তবে খুব তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা করব। তবে কি কারনে জেলা প্রশাসক উক্ত নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ করেন তা তিনি বলতে পারেন না বলে জানান।
প্রতিক্ষণ/এডি/এআরকে