ক্রীড়া প্রতিবেদক
নতুন অধিনায়ক লিটন কুমার দাস। এখবরটা গতকালই বিসিবি থেকে ঘোষণা ছাড়া বলা হয়েছিল। আর আজ সে খবরটা ঘোষণা আকারে বলা হলো।
ইনুজরি আক্রান্ত তামিম-হীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ মিরপুরের নেটে ব্যাটিং অনুশীলনে নেমেছিল। ভারতের বিপক্ষে রোববার সিরিজের ১ম ওডিআই ম্যাচে নামার আগে স্বাগতিকদের মুল টার্গেট-টাই ছিল ব্যাটিংয়ে উন্নতি ঘটানো।
কারণ টি২০ বিশ্বকাপে টানা ব্যাটিং ব্যর্থতার কারণে নিয়ে বহু সমালোচনা হয়েছে। তাই নেটে ব্যাট অনুশীলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে নতুন ওডিআেই অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে দেখা গেল।
এছাড়া তাসকিনের ইনুজরি কারণে বোলিং আক্রমণে বড় দায়িত্ব এখন কাটার মাষ্টার মুস্তাফিজের কাধেই ভর দিয়েছে। কাটার মাষ্টারকেও আজ বোলিং নিয়ে ঘাম ছড়াতে দেখা গেল।