বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি পর্ব-টা যেমনই হউক না কেন, এবার মূল লড়াই শুরুর অপেক্ষা। প্রথম ম্যাচের শহর হোবার্টের পথে শনিবার ভোরে রওনা হবে দল। আইসিসি অবশ্য সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করতে পারেনি। তাই মেলবোর্নে ট্রানজিট কাটিয়ে বেশ লম্বা ভ্রমণ করেই ব্রিজবেন থেকে হোবার্টে যেতে হবে দলকে।সূচি অনুযায়ী হোবার্টে শনিবার রাতে অনুশীলন করার কথা দলের।
তবে লম্বা ভ্রমণ করে স্থানীয় সময় দুপুর ২টায় পৌঁছার পর রাতে অনুশীলন আদৌ করবে কিনা দল, সংশয় কিছুটা থেকেই যাচ্ছে।
সূত্র : বিসিবি