বঙ্গবন্ধু জাতীয় ১৩তম কিক্‌বক্সিংশুরু ২৮ অক্টোবর

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৯, ২০২২ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ অপরাহ্ণ

অনেক চড়াই উতড়াই পেরিয়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ কিক্‌বক্সিং এসোসিয়েশন। এই ফেডারেশন একটা সময় ছিল যখন কোন স্পন্সর ছাড়াই প্রতি বছর জাতীয় আসর আয়োজন করেছে। দিন বদলেছে, দিন যতো যাচ্ছে বাংলাদেশ কিক্‌বক্সিং এসোসিয়েশরনর পরিধি ততোই বাড়ছে।

আগে এই খেলাটি কেবল রাজধানী ঢাকা কেন্দ্রিক ছিল। এখন সে দিন বদলে গেছে। দেশে গ্রাম অঞ্চল থেকে শুরু করে জেলা আর বিভাগীয় পর্যায়ে এখন কিক্‌বক্সিং অতি-পরিচিত একটি খেলা।

সেই ধারাবাহিকতা বজায় রেখেই জাতীয় পর্যায়ে আয়োজিত হতে চলেছে ‘বঙ্গবন্ধু জাতীয় ১৩তম কিক্‌বক্সিং চ্যাম্পিয়নশীপ-২০২২। শুরুটা ২৮ অক্টোবর, আর শেষ হবে ৩০ অক্টোবর-২০২২। টানা তিন দিন এ আসরটি অনুষ্ঠিত হবে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আর অংশ নেবে দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়বৃন্দ।

সূত্র : কিক্‌বক্সিং এসোসিয়েশন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G