অন্ধকারে দৃশ্যমান হওয়ার স্প্রে
প্রতিক্ষণ ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে, বিশ্বজুড়ে প্রতি বছরে শীতের মাসগুলোতে হাজার হাজার পথচারী ও সাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এবার এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনতে যুক্তরাজ্যে সুইডিশ স্টার্ট আপ প্রতিষ্ঠান ট্রাকইনভেন্ট তৈরি করেছে ‘আলবেডো ১০০’ নামক রিফ্লেকটিভ স্প্রে । আলোর প্রতিফলন সৃষ্টিকারী এই স্প্রে যেকোনো পোশাকে ব্যবহার করে, রাতের অন্ধকারে ব্যবহারকারীকে খুব সহজেই দেখতে পাওয়া যায়।
স্প্রেটির নির্মাতা প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, রাতের অন্ধকারে যারা সড়কে জগিং করেন, সাইকেল চালান, পোষা প্রাণীকে নিয়ে হাঁটতে বের হোন কিংবা ছেলেমেয়েরা একা রাস্তায় বের হোন, ব্যাপক ঝুঁকি থাকে রাস্তায় চলাচল বা পারাপারে চলন্ত গাড়ি কর্তৃক দুর্ঘটনা ঘটার। এই রিফ্লেকটিভ স্প্রে জীবন এবং মৃত্যুর মাঝে পার্থক্য গড়ে দিতে পারে।
স্প্রেটি বিভিন্ন ক্রীড়া, নির্মাণ, খনন এবং এমনকি সড়ক দূর্ঘটনা থেকে বলগা হরিণ রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার শুরু হয়েছে।’ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলবো এবং টয়োটা ইতিমধ্যে তাদের গাড়িতে এই স্প্রে প্রযুক্তি ব্যবহার করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। স্প্রেটিরদাম ২৫ ডলার থেকে শুরু।