অপরাধমুক্ত দেশে চুরির ঘটনায় তোলপাড়!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
দোকানটিতে কোন সেলসম্যান ছিল না। ছিল না কোন নিরাপত্তারক্ষীও। কোথাও সিসি ক্যামেরাও লাগানো নেই। সুযোগ পেয়ে চোর চুরি করে নিয়ে গেছে দোকানের সব কিছু। এমন পরিস্থিতিতে লোকে দোকান মালিককেই দোষারোপ করবে তার অসতর্কতার জন্য। কিন্তু ঘটনা উল্টো। এই চুরির ঘটনায় এলাকাজুড়ে সবাই হতবাক। তারচেয়েও বেশি মর্মাহত। কারণ অপরাধমুক্ত এই দেশে গত পাঁচ বছরে এটাই প্রথম চুরি!
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের ছোট দ্বীপ ক্যানায়। কোনো অপরাধ না হওয়ায় সেখানে এখন পর্যন্ত কোনো পুলিশ স্টেশন নেই৷ নেই কোনো নিরাপত্তারক্ষীও। সেখানকার একটি মাত্র দোকান সর্বক্ষণ সাধারণের জন্য খোলা থাকে৷ দোকানের মালিক না থাকলেও চলে কেনা-বেচা৷জিনিস নিয়ে শুধু দোকানে রাখা খাতায় লিখে রাখতে হয় আর অর্থ জমা দিতে হয় ‘অনেস্টি বক্স’-এ৷কিন্তু, দোকান ফাঁকা দেখে এই প্রথম সৎ থাকতে পারলেন না এক ব্যক্তি৷চুরি হয়ে গেল দোকানের সর্বস্ব৷এই ঘটনার পরও দোকানে সিসিটিভি ক্যামেরা লাগাতে রাজি নন মালিক। কারণ , তার মতে তা সেখানকার আদর্শের সঙ্গে খাপ খায় না৷
প্রতিক্ষণ/এডি/পাভেল