অপু-বাপ্পীর শুটিং শাকিব খানের বাড়িতে

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৯ সময়ঃ ৬:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

আগামী সপ্তাহে শাকিব খানের বাড়িতে অপু ও বাপ্পীর আংটি বদলের অংশ দিয়েই শেষ হবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ছবির শুটিং এর কাজ। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। ছবির চিত্রনাট্য ও পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।

দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, ‘আগামী সপ্তাহে শেষ পর্যায়ের শুটিং করব শাকিব খানের শুটিংবাড়িতে। সেখানে অপু বিশ্বাস ও নায়ক বাপ্পীর আংটি বদল করব। আংটি বদলের এই অনুষ্ঠানটিতে একটি গান ব্যবহার করা হবে। এরই মধ্য দিয়ে আমি আমরা ছবির ক্যামেরা ক্লোজ করব।’

অপু-বাপ্পীকে নিয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এই ছবির মধ্য দিয়ে অভিষেক হচ্ছে বাপ্পী-অপু জুটির। অনেক ভালো কাজ করেছেন তাঁরা। এরই মধ্যে নিজের কাজ দিয়ে দর্শকের মনে স্থান করে নিয়েছেন। আমি বিশ্বাস করি, জুটি হিসেবেও সবাই তাঁদের পছন্দ করবে।’

দেবাশীষ বিশ্বাস আরো বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি গঠনমূলক চলচ্চিত্র নির্মাণ করতে। এই ছবিটি একেবারেই বিনোদনমূলক একটি ছবি। দর্শক যতক্ষণ ছবিটি দেখবে, ততক্ষণ আনন্দ নিয়ে দেখবে। আমাদের বেশির ভাগ ছবির বিরুদ্ধে অভিযোগ আছে যে হল থেকে বের হওয়ার পর ছবির গল্প মনে থাকে না। এ বিষয়ে আমি বলব, আমার ছবির গল্প আপনার মনে থাকবে এবং গল্প আপনাকে ভাবাবে।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করছেন। ২০০১ সালে দেবাশীষ পরিচালিত, রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল।

প্রতিক্ষণ/এডি/অনু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G