অপেরার নতুন সংস্করণ

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৫ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

অপেরাঅপেরা মিনি সফটওয়্যারটি ,অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নতুন সংস্করণে ডাউনলোড ম্যানেজার সুবিধা এনেছে।

জানা যায়,সম্প্রতি অপেরার নতুন সংস্করণে ছবি ও ভিডিওসহ যে কোনো কনটেন্ট ডাউনলোড সুবিধার জন্য উন্নত এ পদ্ধতি যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

অপেরা সফটওয়্যার কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাউনলোড ম্যানেজার যুক্ত হওয়ায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা নিজের প্রয়োজন ও সুবিধামতো ডাউনলোড সেবা গ্রহণ করতে পারবেন।

তারা দাবি করেছে, ডেটা সাশ্রয়ের পাশাপাশি অন্যান্য ব্রাউজারের চেয়ে দ্রুত সময়ে পেজ লোড হয় অপেরা মিনিতে। এর মাধ্যমে টেক্সট ও ছবিসহ একটি ওয়েব পেজ মূল সাইজের চেয়ে ১০ শতাংশ সংকুচিত হয়ে আসে। ফলে স্বাচ্ছন্দ্যে ফেসবুকসহ অন্যান্য সাইট ব্যবহার করা যায়।

অপেরা সফটওয়্যারের প্রোডাক্ট ম্যানেজার ক্রিস্টিয়ান উরিবে বলেন, ‘অপেরা মিনির নতুন সংস্করণে আরও মেমোরিসহ ওয়েব ও ফোনে নতুন অনেক ভিজুয়াল ও মাল্টিমিডিয়া কনটেন্ট পেয়েছেন গ্রাহকেরা। ফলে তারা আরও ইমেজ ও ভিডিও ডাউনলোড করছেন। নতুন অফারের ডাউনলোড ও ব্রাউজিংয়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে অপেরা মিনি অ্যাপটি ডাউনলোড করা যাবে।’

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G