অফলাইনেও দেখা যাবে ফেসবুক ভিডিও

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৬ সময়ঃ ১:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

facebook-video-ads-1400

অফলাইনে ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখার সুবিধা চালু করতে যাচ্ছে ফেসবুক। এই সুবিধা চালুর জন্য ফেসবুক ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ইউটিউবের পর এবার ভারতে পরীক্ষামূলকভাবে অফলাইন ভিডিও দেখার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক৷

জানা গিয়েছে, ইন্টারনেট কানেক্টিভিটি খারাপ হলে যাতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য ভিডিও দেখা সম্ভবপর হয় তাই এই ধরনের পদ্ধতি চালু করতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ৷

এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, তাদের পক্ষ থেকে এই পদ্ধতিকে পরীক্ষা করে দেখা হচ্ছে সেই সমস্ত ব্যক্তির জন্য যারা ভালো ইন্টারনেট পরিষেবার মধ্যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারে৷ ফলে তারা সেই সমস্ত ডাউনলোড করা ভিডিও অনলাইন ও অফলাইনে দেখতে পারবে বিনা ইন্টারনেট খরচে৷

এ ব্যাপারে ফেসবুক পাবলিশার থেকে জানানো হয়েছে, শুরুতে ছোট একটি গ্রুপে এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। অ্যাপের সাহায্যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে তা অফলাইনে দেখা যাবে। এই সুবিধা চালু হলে ইন্টারনেটে ছাড়াও ফেসবুকে ভিডিও দেখা যাবে।

এর আগে ২০১৪ সালে অফলাইন ভিডিও দেখার পদ্ধতি চালু করেছিল ইউটিউব৷ প্রসঙ্গত, ভারতে ফেসবুকের ১৪২০ লাখ ব্যবহারকারী রয়েছে৷ যারা এতদিন কেবল নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে পারত৷ ফলে এই অফলাইন ও অনলাইন ভিডিও দেখার পদ্ধতি কেবল কিছু শতাংশ ফেসবুক ব্যবহারকারীর ওপরই পরীক্ষা করা হবে প্রথমে৷

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G