অবাক প্রতি ক্ষণ
এক পাউন্ড মধু উৎপন্ন করার জন্য একটি মৌমাছিকে ২০ লক্ষ ফুলের কাছে যেতে হয়। আর মধু একমাত্র খাবার, যেটা কখনো পচে না।
চোখ খোলা রেখে হাচি দেওয়া যায় না। খবরদার, চেস্টাও করবেন না। চোখ খুলে বেরিয়ে যেতে পারে।
তেলাপোকার মাথা কেটে ফেললেও এটা কয়েকদিন বাঁচে। এর পরে না খেতে পেয়ে মারা যায়।
সারা বিশ্ব একবার ঘুরে আসতে পারে এমন লম্বা মাকড়শার জালের ওজন হবে মাত্র এক পাউন্ড।
হাতি পায়ের আঙ্গুলের উপরে ভর করে হাটে কারণ তাদের পাতার পেছনের অংশটিতে কোন হাড় নেই, শুধুই চর্বি।
প্রতিক্ষণ/এডি/জেবিএম