অবাক প্রতি ক্ষণ

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৯:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ অপরাহ্ণ

4244403-onion

যদি আমরা আমাদের পায়ের তলায় একখন্ড পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়ে ৩০ থেকে ৪০ মিনিট ঘষি তাহলে কিছুক্ষণ পরেই আমরা সেই পেঁয়াজের স্বাদ অনুভব করতে পারব।

বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো: পেয়াজটি বেশ কিছুক্ষণ ধরে পায়ের নীচে ঘষলে পেঁয়াজের রস আমাদের ব্লাড ভেসেলের মাধ্যমে রক্তস্রোতে মিশে যায়। আর রক্ত হল সংযোজক কলা তাই রক্ত প্রবাহের মাধ্যমে দেহের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে এবং সবশেষে টেস্ট বাডের সংস্পর্শে আসলেই আমরা তার স্বাদ অনুভব করতে পারি।

Hippo-Bloodsweat-292x300

জলহস্তী আমরা সবাই দেখেছি। একটি প্রচলিত ধারণা রয়েছে জলহস্তীরা যখন খুব রেগে যায় বা হতাশ হয় তখন তাদের দেহ থেকে ঘামের বদলে রক্ত ঝরে। আসলে এটি  একটি ভ্রান্ত ধারণা। সঠিক ব্যাখ্যা হলো সেই সময় তাদের দেহের মধ্যে থাকা মিউকাস জাতীয় একটি পদার্থ নির্গত হয় ( রেড ওয়েল) যা ঘামের সঙ্গে মিশে যায় এবং বায়ুর সংস্পর্শে এসে লাল রক্তের মত দেখায়।

Medical Illustrations by Patrick Lynch, generated for multimedia teaching projects by the Yale University School of Medicine, Center for Advanced Instructional Media, 1987-2000.

মানুষের হৃৎপিন্ডের পাম্পিং ক্যাপাসিটি এতটাই যে তা রক্তকে পাম্প করে প্রায় তিন তলা বাড়ির ছাদ পর্যন্ত তুলতে পারে ।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G