`অবিলম্বে ইউক্রেন ছাড়ুন’- ভারত সরকারের পরামর্শ

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২২ সময়ঃ ১২:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৫ পূর্বাহ্ণ

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের গতি বাড়ায় অবিলম্বে সে দেশ ছাড়ার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯ অক্টোবর, বুধবার একই পরামর্শ দিয়েছিল ভারত। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিভে ভারতীয় দূতাবাস থেকে আরও এক দফা এই পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনে ‘যুদ্ধ পরিস্থিতির অবনতির’ আশঙ্কায় বুধবার ভারতীয়দের সে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এ তথ্য কলকাতার প্রথম সারির অনলাইন পত্রিকা আনন্দবাজারে যথেষ্ট গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে।

ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “১৯ অক্টোবর দূতাবাসের জারি করা পরামর্শের সংযোজন হিসাবে ইউক্রেনের সমস্ত ভারতীয় নাগরিককে যে কোনও উপায়ে অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আগের পরামর্শ মেনে ইতিমধ্যেই অনেক ভারতীয় নাগরিক ইউক্রেন ছেড়েছেন।”

ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের সুবিধায় ওই বিবৃতিতে বেশ কয়েকটি দূতাবাসের সঙ্গে যোগাযোগের নম্বরও দেওয়া রয়েছে। বলা হয়েছে, ওই নম্বরগুলির মাধ্যমে প্রয়োজনে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার দূতাবাসে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন ভারতীয়রা। সেই সঙ্গে ইউক্রেন সীমান্ত পার করার জন্য বিকল্প উপায়গুলি সম্পর্কে জানতে কিভের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া হয়েছে। গোটা বিবৃতিই দূতাবাসের তরফে টুইট করা হয়েছে।

সূত্র : ভারতীয় সংবাদ মাধ্যম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G