ক্রীড়া ডেস্ক
এবারের টি২০ বিশ্বকাপের শুরুটা অঘটন দিয়ে আর শেষটাতেও সেই অঘটনেই হলো। নামিবিয়া শ্রীলঙ্কাকে, আয়ারল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজকে, এরপর জিম্বাবুয়ে ১ রানে পাকিস্তানকে হারাানো অঘটনের পর আজ নেদারল্যান্ডস ১৩ জয়ী হলো শক্তিশালী
দক্ষিণ আফ্রিকে হারিয়েছে। এটাই আজ অবিশ্বাস সত্য। আজ জিতে গেলেই সেমিতে যাবার লড়াইয়ে টিকে থাকত আফ্রিকানরা। কিন্তু হেরে গিয়ে বাদ পড়ে গেলে।
এই হারের ফলে আফ্রিকানদের ৫ ম্যাচে পয়েন্ট দাঁড়ালো ৫ (২ জয়, ২ হার আর ১ ড্র)। এর ফলে আজ পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে দল জিতবে সে দলে সেমিতে যাবে। এখন আর কোন সমীকরেণই আফ্রিকানদের সেমিতে যাবার কোন সুযোগ নেই।
বড় দলের তালিকা থেকে গতকালই স্বাগতিক অস্ট্রেলিয়া বাদ পড়েছে। আর আজ আফ্রিকানরা বাদ, শুধু আনুষ্ঠানিকতা বাকী। টস জিতে বড় দলের মতো আগে ফিল্ডিং বেছে নেয় আফ্রিকা। টপ অর্ডারের ৪ ব্যাটারের ব্যাটে চড়ে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১৫৮/৪।
অথচ আফ্রিকানদের কঠিন ব্যাটিং লাইন আপ কি-না ২০ ওভারে ১৫৯ রান জমা করতে ব্যর্থ! ১৪৫ রানে ৮ উইকেটে হারিয়ে আফ্রিকা ২০ ওভার শেষ করে ১৩ রানে হারের মধ্যে দিয়ে।