অবৈধ শ্রমিকদের মালয়েশিয়া ছাড়ার নোটিশ

প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০১৫ সময়ঃ ১০:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Malayআগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে।

রবিবার বৈধ কাগজপত্র ছাড়া এসব শ্রমিকদের মালয়েশিয়া ত্যাগের জন্য চুড়ান্ত নোটিশ দিয়েছে মালয় সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের পর দেশব্যাপী সাড়াঁশি অভিযান চালানো হবে। এসময় কোন অবৈধ লোককে পাওয়া গেলে তাকে জরিমানাসহ নিজ খরচে দেশে ফিরে আসতে হবে। যদি এই খরচ বহনে সে ব্যর্থ হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য জেলে তাকে রাখা হবে। এরপর তার পক্ষ থেকে পারিবারিকভাবে টাকা জোগাড় করে মালয় সরকার বরাবরে আবেদন করলে তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি সে দেশের সরকার বিবেচনা করবেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G