অভিজিৎ রায়ের ময়নাতদন্ত সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
সন্ত্রাসী হামলায় নিহত বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ ময়নাতদন্ত সম্পন্ন করেন।
ময়না তদন্ত শেষে ডা. সোহেল জানান, তার (অভিজিৎ রায়) মাথায় ধারালো অস্ত্রের মারাত্মক তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। এ আঘাতের কারণে তার মাথার হাড় ভেঙে যায় ও ব্রেনে (মস্তিষ্কে) গিয়ে আঘাত লাগে। ফলে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
তিনি জানান, এর পাশাপাশি অভিজিতের ঘাড়ে, ভুরুতে ও পিঠে একটি করে ধারালো অস্ত্রের মোট তিনটি জখম রয়েছে।
ময়না তদন্তের আগে মৃত অভিজিতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত গোলদার।
প্রতিক্ষণ/এডি/রাজন