অভিজিৎ হত্যার আলামত পরীক্ষার অনুমতি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ল্যাবরেটরিতে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের আলামত পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এই অনুমতি দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অভিজিতের ডিএনএ নমুনা সংগ্রহ ও জব্দ করা আলামত এফবিআইকে দেওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তাদের ওপর হামলা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ। ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা চাপাতি ও একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। একটি চাপাতিতে রক্তের সঙ্গে লম্বা চুল আটকে ছিল।
পুলিশের ধারণা, ওই চুল অভিজিতের স্ত্রীর। একটি কালো রঙের ব্যাগের ভেতর দুটি ইনজেকশন, একটি সিরিঞ্জ, কিছু ওষুধ ও পুরনো কিছু পত্রিকা পাওয়া গেছে। ওই ব্যাগের ভেতরে একটি প্যান্টও ছিল। অভিজিৎ হত্যার তদন্তে বাংলাদেশে আসে এফবিআইর একটি প্রতিনিধি দল। তারা মামলার তদন্ত সংস্থা ডিবির সঙ্গে বৈঠক করেছেন। পুলিশের বিশেষ তদন্ত সংস্থা সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এফবিআই কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিতকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল উগ্রপন্থিরা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর উগ্রপন্থি ব্লগার ও অভিজিৎকে হত্যার হুমকিদাতা শাফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করে র্যাব। অভিজিৎকে হত্যার হুমকিদাতা আরও ১০ ব্লগারকে চিহ্নিত করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/লিজা