অভিজিৎ হত্যার বিচার দাবি বিএনপির

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

AVIZ-1425023307

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও আমেরিকান প্রবাসি বাংলাদেশি লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই দাবি জানান। বিএনপির পক্ষ থেকে অভিজিৎ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে বাংলা একাডেমি ও টিএসসির মতো স্থানে পুলিশ বেষ্টনীর মধ্যেও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমান করে এদেশের কোনো নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ।’

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানের বটতলায় স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বই মেলা থেকে ফেরার সময় জঙ্গিরা তাদের উপর হামলা করে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ রায়কে মৃত ঘোষণা করেন। এছাড়া তার স্ত্রীও রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুনরায় পুলিশ রিমান্ডে নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘শারীরিকভাবে গুরুতর অসুস্থ রিজভীকে হত্যার উদ্দেশ্যেই সরকার গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত কারাগারে না নিয়ে ২৯ দিন লাগাতার পুলিশি রিমান্ডে নেওয়ার নজিরবিহীন ঘৃণ্য কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। রিজভী আহমেদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

bnp1রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আজ দেশের সকল পাড়ায়-মহল্লায় জনগণের নেতৃত্বে স্বতঃস্ফুর্তভাবে প্রতিরোধ-সংগ্রাম কমিটি গড়ে উঠেছে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, ‘জনতার স্বতঃস্ফুর্ত প্রতিরোধের মুখেই অবৈধ সরকারও পলায়নে বাধ্য হবে। রাস্তায় কয়েকটি গাড়ি চলাচল দেখে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তৃপ্তির ঢেকুর তুললেও আন্দোলনে তৃণমূলের ব্যাপক অংশগ্রহণ আওয়ামী সরকারকে সমূলে উৎপাটন করতে বেশী সময়ের প্রয়োজন হবে না।’

চলমান আন্দোলনে সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘সময়ের পরিবর্তনে এ সকল নারকীয় হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের উপযুক্ত আদালতে বিচার করা হবে।’

চলমান আন্দোলনের চুড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল ও রবিবার সারাদেশে গণমিছিল শান্তিপূর্ণভাবে পালন করার জন্য নেতা-কর্মীদের প্রতিও বিবৃতিতে আহ্বান জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/রাফসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G