অভিজিৎ হত্যার বিচার দাবিতে ফ্লোরিডায় শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৩:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১১ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম.

10428494_10203974574268276_5616867420882711007_nবিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। স্যাকুলারিষ্ট স্টুডেন্ট এলিয়েন্স, ওয়ান স্ট্রাগল ও স্টুডেন্ট লিবার্টি নামক সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীদের উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় লাইব্রেরী ব্রিজওয়েতে অনুষ্ঠিত ওই প্রতিবাদ কর্মসূচিতে  বিভিন্ন দেশ থেকে পড়তে আসা শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান, মুক্তচিন্তা এসব নিয়ে নিরন্তর কাজ করে গেছেন ড. অভিজিৎ রায়। আর তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তচিন্তার উপর আঘাত হানা হয়েছে। আমরা চাই বাংলাদেশ হোক সকল ধর্ম, মত ও চিন্তার মানুষের।

উন্নয়ন অর্থনীতির পিইচডি শিক্ষার্থী লিটন সি ভৌমিক বলেন, অভিজিৎকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলাদেশে এখনও জঙ্গিতন্ত্রের চাষ হয়। ইসলাম কখনো বলেনি, ভিন্নমতপোষণকারিকে  এভাবে কুপিয়ে মেরে ফেলতে, তাও আবার বই মেলার মত এমন একটা জায়গায়। পুলিশের চোখের সামনে ঘটে যাওয়া এ হত্যাকান্ডের দায় সরকারও এডাতে পারে না।

এ সময় বক্তারা অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানান।1555319_10203977678345876_1681763691014418122_n

এর আগে ব্যানার , ফেস্টুন, ত্রিফোল্ড, লিফলেট সহ শিক্ষাথীরা ক্যাম্পাসে অবস্থান করেন। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত ‘Justice for Avijit’ , ‘We are Avijit,  I am Avijit’ , ‘You May kill people, but you can’t kill Ideas’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে  অবস্থান নেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিভাগের অধ্যাপক ড. পল্লব মজুমদার ও সিভিল ইঞ্জিনীয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইরতিশাদ আহমেদ এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। শেষে অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যার বক্তব্য পড়ে শোনান ড. ইরতিশাদ আহমেদ।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G