মো: শফিকুল ইসলাম
মায়ের ভাষা বাংলাকে বাঁচাতে
সেদিন দিয়েছিলাম তাজা শোনিত,
রাজপথ রাঙিয়েছিলাম বায়ান্নের
রক্ত ঝলমলে একুশে ফেব্রুয়ারি,
দীর্ঘকাল গড়িয়েছে অনাদর-অবহেলায়
কভুও বলিনি কিছু তোমাদের পানে ।
তোমরা আমাদের কাছে কতটা ঋণী,
ভেবেছ কি নিরালায় একান্ত কোনো দিনই ?
মায়ের ভাষার টুটি চেপে বসেছিল
পাকহায়েনার কামান-গোলাবারুদ,
মানিনি পরাভব-মানিনি পরাজয়
কেন করেছি কেন ? তা কি ভেবেছ কোনো ক্ষণে ?
এতকালের অনাদর-অবহেলা সয়ে
তোমাদের শ্রদ্ধাভরা ফুল নিয়েছি,
তোমরা গেয়েছো শহীদের জয়গান
সত্যিই কি দিয়েছো যোগ্য সম্মান?
যখন দেখি তোমাদের কর্ণধার
আর রাজনীতির চতুর নেতারা-
আমাদের সাথে করে প্রবঞ্চনা,
কেমনে সইব বলো এ আঘাত ?
তাই আজ বলতে এসেছি
তোমরা হও সাবধান, হুশিয়ার,
ভাষার তরে জীবন দিয়েছি
তার বিনিময়ে এই পেয়েছি?
ভেবেছিলাম ভাষার সম্মান রক্ষায়
তোমরাও জীবন বাজিতে লড়বে।
আজ এতটি বসন্ত পার হলো
শুধুই লোক দর্শন-তাজা ফুলে,
আসলেই তোমরা আমাদের ত্যাগ-
চেতনা গিয়েছো ভুলে।
তোমাদের তরুণ যুবাদের কি
তোমরা গড়েছ এমন করে ?
যেন তারা বাংলা ভাষার তরে
বারংবার জীবন বাজিতে লড়ে ?
প্রতিক্ষণ/এডি/এফটি