বাঙালির জীবনযাত্রায় রেশমের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।রেশম থেকে প্রস্তুত পোশাকের মধ্যে শাড়ি ছাড়াও রয়েছে কামিজ, থ্রি পিস, লেহেঙ্গা, ওড়না, শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, স্কার্ফ, রুমাল, টাই, বেবি অয়্যার ইত্যাদি। শাড়ি ও অন্যান্য তৈরি পোশাকে বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন নকশা করা হয়। এসব নকশায় রঙ, রঙিন সুতা, জরি, পুঁতি, কাচ, প্লাস্টিকসহ বহুবিধ উপকরণ ব্যবহৃত হয়ে থাকে। রেশমের
..বিস্তারিত