অর্থনৈতিক প্রতিশোধ শুরু রাশিয়ার

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Russiaতুরস্কের বিরুদ্ধে রীতিমতো অর্থনৈতিক প্রতিশোধ নিতে শুরু করেছে রাশিয়া। রাশিয়ার বিভিন্ন স্থানে তুরস্কের অভিবাসীদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে তল্লাশি চালিয়েছে রুশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের পর বেশকিছু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ায় বিনিয়োগকারী তুরস্কের দুই ব্যবসায়ী।

নাম প্রকাশ না করে ঐ দুই ব্যবসায়ী আল-জাজিরাকে জানায়, মূলত রাশিয়ায় ব্যবসা করা তুরস্কের মালিকানাধীন কনস্ট্রাকশন কোম্পানিগুলোতেই অভিযান চালানো হচ্ছে। ওয়ার্কিং ভিসা ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ওয়ার্কিং ভিসায় কেউ কাজ করছে কিনা তা বের করতেই অভিযান চালানো হচ্ছে। এছাড়াও রুশ সীমান্তে তুরস্ক থেকে আমদানীকৃত পণ্যবাহী ট্রাকও ফেরত পাঠানো শুরু করেছে মস্কো।

তুরস্কের অর্নামেন্টাল প্ল্যান্টস অ্যান্ড প্রোডাক্টস এক্সপোর্টারস ইউনিয়নের চেয়ারম্যান ওসমান বাগদাতলিওগলু জানান, তাজা ফুল এবং গাছের চারাসহ ৬টি ট্রাক রাশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে। এরপর থেকে নতুন ট্রাক পাঠানো বন্ধ রয়েছে। বিমানযোগেও আর চালান পাঠানো হচ্ছে না বলেও জানা যায়।

অন্যদিকে তুরস্ক থেকে পর্যটকদের রাশিয়ায় আসাও বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১১ সাল থেকে সাধারণভাবে তুরস্ক থেকে রাশিয়ায় ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন না হলেও এখন তা পুরোপুরিই বন্ধ রয়েছে। ছোটখাটো অজুহাত ধরে পর্যটকদের রাশিয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সীমান্ত থেকে ফেরত পাঠানো বেশ কয়েকজন তুর্কি নাগরিক।

গত মঙ্গলবার তুরস্কের গোলায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর দেশটি দুঃখ প্রকাশ না করায় প্রতিশোধ হিসেবে কোনো সামরিক পথে না হেঁটে বিভিন্ন অর্থনৈতিক পরিসরে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে তুরস্কের অর্থনীতিতে আঘাত করার ঘোষণা দেয় রাশিয়া। এর অংশ হিসেবেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G