অর্থমন্ত্রীর সমালোচনায় বাবুল

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitledজাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু জাতীয় সংসদে বাজেট আলোচনা বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট অর্থমন্ত্রী, অর্থপ্রতিমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান কারও উপস্থিতি না থাকায় তাদের ব্যাপক সমালোচনা করলেন।তিনি বলেন, আমরা কি শুধু সংসদে বক্তৃতার জন্যই বলছি? ‘যাদের উদ্দেশে বলছি তারাই নেই।

জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় বৃহস্পতিবার জাতীয় পার্টির মহাসচিব এ কথা বলেন।

বাবলু বলেন, ‘অর্থমন্ত্রীর বাজেট ঘাটতি পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৯-১০ এ ৩ দশমিক ৫ শতাংশ, ২০১০-১১ তে ৩ দশমিক ৯ শতাংশ, ২০১১-১২ সালে ৩ দশমিক ৬ শতাংশ, ২০১২-১৩ সালে ৩ দশমিক ৯ এবং ২০১৩-১৪ অর্থবছরে ছিল ৩ দশমিক ৬ শতাংশ। এরই ধারাবাহিকতায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৫ শতাংশ। বাজেট ঘাটতি যদি বাড়তেই থাকে তাহলে দেশ কি সামনের দিকে যাচ্ছে, দেশ কি শক্তিশালী হচ্ছে? বরং এতো বড় ঘাটতি বাজেট নিয়ে বাজেট বাস্তবায়নেই শঙ্কা তৈরি হয়েছে।’

তিনি জানান, সুইস ব্যাংকে ‘২০১২ সালের ২ হাজার কোটি, ১৩ সালের ৩ হাজার ১৫০ কোটি থেকে বেড়ে ২০১৪ সালে টাকা জমেছে ৪ হাজার ২৮৩ কোটি ডলার। আগের বছরের চেয়ে যা কি না ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরা কারা? আমরা তাদের নাম জানতে চাই।’ এই টাকা দেশে ফেরত আনারও দাবি জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G